ভাঙার স্বাদ
এ নিয়মে গড়ার সংসার ভাঙতে সাধ হয

এ নিয়মে গড়ার সংসার ভাঙতে সাধ হয
যে নিয়মে প্রিয়া প্রিয়া আমার দূরে সরে যায়
বিধির কাছে প্রশ্ন করি কেমন তোমার চাওয়া
মৃত্যু হয় কেমন করে ভালবাসার পাওয়া
কেন আমার স্বপ্ন ভাঙে প্রিয়া চলে যায়
এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
আমায় ভালোবাসো যে জন মনো প্রানো দিয়া
কেমন এ সে যাই ভুলে হৃদয় তারে নিয়া
একটি বড় ভাবলো না সে কি হবে যে আমার
এমন কোন ভালোবাসাই জীবন সুখী হবে তার
যে কারনে আমার বুকে কষ্ট জমা হয়
এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
তোমার বাসতে ভাল করিনি ভুল
চাইলাম আমি ওটাতে তোমার ভালবাসার ফুল
কেমন করে ফুলগুলো সব ভুল হয়ে ওঠে
আমার হৃদয়ে তাইতো আজি বেদনার রং ফোটে
যাবেই যখন দূরে চলে স্মৃতি kano ROY
এই নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
লিখিত চাই আজ তাই লিখে যাই লিখি bA r sreshtho আর নাহি হয়
আমার লেখার ভ্যাস গুলো যদি হতো যদি কবির কাব্য
হয়ত কেহ তাহা রাখিত হৃদয়ে হইতাম আমি লিখি JOGGO
এমনও আস নাই আমার তব এ নহে মোর ভাষ্য
চাহিয়াছি আমি জাগো সকলে এ কথা নয় অবিনশ্ব
সকলের তরে দেখাতে যদি পারতাম কিছু ভুল
বুঝিতে সবাই তাহার কি কাজ আমার কথার মূল
এইতো আমি বলিতে সদা প্রস্তুত যদি প্রস্তুত আজি দিও নাকো বাধা
যদি দেখো তুমি আমার এ কথা সকলের তরে পাই যোগ্যতা
তবে জেনে নিও আমার ভাষা দিতে পারে তোমায় সকল আসা
তবে কি আজ বলবো না তোমায় সত্যর পথে খুজি ও সদায়
সত্যের পথ জানো কি হেথায় রহমতের মালিক আছেন যেথায়
জীবন তরী চলে আমার তরীর মাঝে আমি না
কিসের মোহে কাটায় যেদিন সে কথাটা ভাবি না
যার তরি সে হায় মাঝি আমি তাহার সুরে বাজি
ভুল করিয়া অামায় বুঝি বইখানি দিলানা
জীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
এ কেমন নিয়ম বিধি দিলা এ সংসারে
ভবের তরে আয়েশা মানব সুখের স্বর্গ করে
স্বর্গ আমার রইল পড়ে কিসের নেশায় বেড়াই ঘুরে বুঝিয়াও বুঝি না
লেজীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
এই তো মোদের সাধের জীবন চলেছি বয়ে সারাটি ক্ষণ
এমন জীবন মানে খোঁজার সময় কি আজও হয়নি আমার
দয়া করে দেখাও তোমার আছে যত মহিমা
জীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
যখন তোমার হৃদয় মাধবীলতা ফোটে
আমি তার গন্ধ পাই
যখন তুমি চেয়ে থাকো আকাশপানে
আমি মেঘ হয়ে উড়ে যাই
তোমার মনে কোন বিষন্ন তাইলে আমি তা অনুভব করি
তুমি কেঁদে কেঁদে অশ্রু ঝরালে আমি বৃষ্টি হয়ে ঝরে পড়ি
সুশোভিত হৃদয় উৎফুল্ল হয় তোমারি ছোঁয়ায়
আসাভালোবাসা জাগ্রত হয় তোমারি মায়ায়
এস নীরবে মৃদু বাতাসের গতি পথে
রোদ হয়ে মিশে যাব আজি তোমার সাথে
জোছনা ঝরানো কোনো এক রাতে জাগিয়া কাটিবে কিছুক্ষণ
একই সাথে ভালোবাসার গল্প হবে সারাক্ষণ
প্রকৃতির সংশ্লিষ্টতা রবে যতক্ষণ হবে এক নীরব প্রেমের গল্প
যেখানে ভালোবাসা হবেনা আল্প
Comments
Post a Comment