my writting

DONT COPY 

 আমার কষ্ট কত জানতে তুমি ভেবেছ কতখানি
 তোমার সুখের পথে বাধা হতে চাইনিত কভু আমি
 স্বপ্নগরে ভাঙ্গার সার্থকতা বুঝিনা কিতা
 আজি নিজের হাতে গড়েছো বলে ভেঙে ফেলো তাই বুঝি
 ভেবেছো কি কখনো ধরিনি ধরণীর বুকে রবে না তো চিরকাল
 মরণ ফাঁদে পড়ে গেলে ধরা হবে কি তোমার হাল
 আজ তব তুমি স্বপ্ন বিভোর তাই নতুন স্বপ্ন গড়  
স্বপ্নবিলাসী হলে আজ তুমি নিজেকে ভাবছো বড় 
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

 আমার প্রভাত সে আজ ক্লান্তিকর অপ্রত্যাশিত সময়
 যা একদিন ছিল কত রঙিন আর কত মধুময়
 তবে আজ কেনই বা এই বিষন্নতা জানো কি সবাই
 প্রিয়া আজ আমায় ছেড়ে আছে বহুদূরে যেন কোথায়
 আমার দুপুর কেন জানো সঙ্গীহারা,,,
 প্রিয়া আজ বুঝি ভুলে এসে আমায় দেয় না সাড়া
 তার কারণেই সুখের পাখিটা দেয়না ধরা,,,
 তাইতো আজ একা আমি সঙ্গী ছাড়া
 সুরহারা আমি তাই বে সুরে গান গাই
 প্রিয়া আজ আমায় ছেড়ে আসে যেন দূরে কোথায়
 বিকেল সে তো মেঘলা আকাশ অনাকাঙ্ক্ষিত জড়ো হওয়া
 মনে পড়ে বারেবারে এমন সময় তারে কত যেত কাছে পাওয়া
 আজ সে কথা ভেবেছি বসে একাই
 প্রিয়া আমায় ছেড়ে আসে দূরে যেন কোথায়
 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

Comments

Popular posts from this blog

Introduce of risingtex

Skills Required to be a Buying House QA:

our factory function