জাকির নায়েকের সম্বন্ধে ভুল ও মিথ্যা ধারণা করেন যারা তাদের পড়ার অনুরোধ রইল

খ্রিষ্টান পন্ডিত, ড: উইলিয়াম ক্যাম্পবেল যখন কোরআনের ২০ টি বৈজ্ঞানিক ভুল ধরেছিল তখন জাকির নায়েকের বিরোধীরা টানা ৮ বছরে একটা ভুলের ও উত্তর দিতে পারেনি -কেন?? অবশেষে ২০০০ সালে জাকির নায়েক আমেরিকার শিকাগোতে হাজারো জ্ঞানীগুণী লোকের সামনে সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে প্রমাণ করেছিলেন যে কোরআন মাজিদে কোন ভুল নেই । উল্টা, তিনি বাইবেলের ৪০ টার ও অধিক ভুল দেখিয়ে দিয়েছিলেন, সেখানে উইলিয়াম ক্যাম্পবেল একটা প্রশ্নের ও উত্তর দিতে সমর্থ হন'নি । এরপর খ্রিষ্টান মিশনারী প্যাস্টার রুকনির সাথে বিতর্কে তাকে হারিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে ঈসা (আঃ) ক্রুশবিদ্ধ হননি ।। হিন্দুধর্ম যাজক শ্রী শ্রী রবিশংকরের সাথে বিতর্কে তাকে হারিয়ে দিয়ে ইসলামের মহত্ব প্রমাণ করে দিয়েছেন ।। খ্রিষ্টান ধর্ম যাজক চার্চ পোপকে জাকির নায়েক বিতর্কের আহবান জানালে পোপ রাজি হতেও সাহস করেন নি ।। বিশ্বের সকল ইসলামিক দেশগুলো তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন ।। মাক্কা মাসজিদুল হ্যারামের খতিব শায়েখ আব্দুর রহমান আস সুদাইস তার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলেছেন, তিনি মুসলিম উম্মার জন্য আল্লাহর নেয়ামত ।। অথচ আমাদের দেশের একশ্রেণীর আলেম নামের জালিম মুনাফিক দালাল পীর পূজারী মাজার পূজারী নিজেদেরকে মহাজ্ঞানী মনে করে । জাকির নায়েকের বিরুদ্ধে যুক্তি প্রমাণ ছাড়াই কথা বলে ।। সংগ্রহীত পোস্ট

Comments

Popular posts from this blog

Introduce of risingtex

Skills Required to be a Buying House QA:

our factory function