Posts

Showing posts from April, 2018

ভাঙার স্বাদ

Image
এ নিয়মে গড়ার সংসার ভাঙতে সাধ হয এ নিয়মে গড়ার সংসার ভাঙতে সাধ হয  যে নিয়মে প্রিয়া প্রিয়া আমার দূরে সরে যায়  বিধির কাছে প্রশ্ন করি কেমন তোমার চাওয়া  মৃত্যু হয় কেমন করে ভালবাসার পাওয়া  কেন আমার স্বপ্ন ভাঙে প্রিয়া চলে যায়   এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়  আমায় ভালোবাসো যে জন মনো প্রানো দিয়া  কেমন এ সে যাই ভুলে হৃদয় তারে নিয়া একটি বড় ভাবলো না সে কি হবে যে আমার এমন কোন ভালোবাসাই জীবন সুখী হবে তার  যে কারনে আমার বুকে কষ্ট জমা হয় এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়  তোমার বাসতে ভাল করিনি ভুল  চাইলাম আমি ওটাতে তোমার ভালবাসার ফুল  কেমন করে ফুলগুলো সব ভুল হয়ে ওঠে  আমার হৃদয়ে তাইতো আজি বেদনার রং ফোটে  যাবেই যখন দূরে চলে স্মৃতি kano ROY এই নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়            লিখিত চাই আজ তাই লিখে যাই     লিখি bA r sreshtho আর নাহি হয়  আমার লেখার ভ্যাস গুলো যদি হতো যদি কবির কাব্য  হয়ত কেহ তাহা র...

my writting

DONT COPY    আমার কষ্ট কত জানতে তুমি ভেবেছ কতখানি  তোমার সুখের পথে বাধা হতে চাইনিত কভু আমি  স্বপ্নগরে ভাঙ্গার সার্থকতা বুঝিনা কিতা  আজি নিজের হাতে গড়েছো বলে ভেঙে ফেলো তাই বুঝি  ভেবেছো কি কখনো ধরিনি ধরণীর বুকে রবে না তো চিরকাল  মরণ ফাঁদে পড়ে গেলে ধরা হবে কি তোমার হাল  আজ তব তুমি স্বপ্ন বিভোর তাই নতুন স্বপ্ন গড়   স্বপ্নবিলাসী হলে আজ তুমি নিজেকে ভাবছো বড়  😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂  আমার প্রভাত সে আজ ক্লান্তিকর অপ্রত্যাশিত সময়  যা একদিন ছিল কত রঙিন আর কত মধুময়  তবে আজ কেনই বা এই বিষন্নতা জানো কি সবাই  প্রিয়া আজ আমায় ছেড়ে আছে বহুদূরে যেন কোথায়  আমার দুপুর কেন জানো সঙ্গীহারা,,,  প্রিয়া আজ বুঝি ভুলে এসে আমায় দেয় না সাড়া  তার কারণেই সুখের পাখিটা দেয়না ধরা,,,  তাইতো আজ একা আমি সঙ্গী ছাড়া  সুরহারা আমি তাই বে সুরে গান গাই   প্রিয়া আজ আমায় ছেড়ে আসে যেন দূরে কোথায়  বিকেল সে তো মেঘলা আকাশ অনাকাঙ্ক্ষিত জড়ো হওয়া  মনে...