ভাঙার স্বাদ

এ নিয়মে গড়ার সংসার ভাঙতে সাধ হয এ নিয়মে গড়ার সংসার ভাঙতে সাধ হয যে নিয়মে প্রিয়া প্রিয়া আমার দূরে সরে যায় বিধির কাছে প্রশ্ন করি কেমন তোমার চাওয়া মৃত্যু হয় কেমন করে ভালবাসার পাওয়া কেন আমার স্বপ্ন ভাঙে প্রিয়া চলে যায় এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয় আমায় ভালোবাসো যে জন মনো প্রানো দিয়া কেমন এ সে যাই ভুলে হৃদয় তারে নিয়া একটি বড় ভাবলো না সে কি হবে যে আমার এমন কোন ভালোবাসাই জীবন সুখী হবে তার যে কারনে আমার বুকে কষ্ট জমা হয় এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয় তোমার বাসতে ভাল করিনি ভুল চাইলাম আমি ওটাতে তোমার ভালবাসার ফুল কেমন করে ফুলগুলো সব ভুল হয়ে ওঠে আমার হৃদয়ে তাইতো আজি বেদনার রং ফোটে যাবেই যখন দূরে চলে স্মৃতি kano ROY এই নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয় লিখিত চাই আজ তাই লিখে যাই লিখি bA r sreshtho আর নাহি হয় আমার লেখার ভ্যাস গুলো যদি হতো যদি কবির কাব্য হয়ত কেহ তাহা র...